প্রতিবেদন অনুযায়ী, গোয়ালিয়রের ভিন্দ রোডের দ্য লিগ্যাসি প্লাজা নামের একটি বাসভবনে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একতলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন রঞ্জনা জাট নামের এক নারী। ৩৮ বছর বয়সী দেবর অনিল জাটের সঙ্গে প্রায়ই রিল বানাতেন তিনি।
এদিকে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও প্রকাশ পেলে সেগুলো ভাইরাল হয়।
গণমাধ্যমটি জানিয়েছে, রঞ্জনা ইচ্ছাকৃতভাবে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেন এবং অনিল তা রেকর্ড করেছিলেন। ১৭ মিনিট ধরে সেই দৃশ্য ধারণ করা হয়। ফলে সিলিন্ডারের গ্যাস বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর অনিল শুটিংয়ের জন্য আলো জ্বালালে সারা ঘরে আগুন ধরে যায়।
আহত রঞ্জনা ও অনিলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
ইতিমধ্যে তদন্তে জানা গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য রিল বানাতেন এই ভাবি ও দেবর। তাদের দুজনের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে।