প্রবাসী বন্ধুকে নিজেদের ব্যাংক হিসাব নম্বরসহ চেকবই দিয়ে একাধিক মামলায় ফেঁসে গেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের ৮যুবক। তাদের প্রত্যেকের নামে দেশের বিভিন্ন স্থানে ১৭টি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার দুপুরে চককীর্তি বাজারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে গৌরী শংকরপুর গ্রামের নাইমুল হকের ছেলে কামাল উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের এন্তাজ আলীর ছেলে দুবাই প্রবাসী মোতাহার হোসেন তার বন্ধু হওয়ার সুবাদে তার কাছে বিদেশ থেকে টাকা পাঠাবে জানিয়ে ২০২২সালে তার একটি ব্যাংক হিসাব নম্বর চাই। ওই সময় সে বলে তার একাউন্টে সে বিদেশ থেকে পরিবারের জন্য টাকা পাঠাবে। পরে সহজ বিশ্বাসে তার একাউন্ট নম্বর তাকে দিলে পরবর্তীতে তার চেকবইয়ে স্বাক্ষর করে সে তার ম্যানেজারের মাধ্যমে নিয়ে নেয়।
এমনিভাবে আরও ৭ জনের কাছে সে ব্যাংক হিসাব নম্বর ও চেক বই সংগ্রহ করে কোটি কোটি টাকা লেনদেন করে। এদিকে গতবছর তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মানবপাচার সংক্রান্ত ১৭টি করে মামলা দায়ের করা হয়।
একপর্যায়ে মোতাহার বাংলাদেশে ফিরে এলে মামলা দায়েরের বিষয়টি তাকে জানালে সে মামলাগুলো উঠিয়ে নেবার ব্যবস্থা করবে বলে সে জানায়। কিন্তু আজ অবধি মামলাগুলো না উঠালে বিষয়টি মোতাহারকে আবারও জানালে সে তাদের হুমকী-ধামকী দেয়। এমনকি উল্টো তাদের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা দায়ের করে মোতাহার।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগিরা তদন্তের মাধ্যমে ধুরন্ধর মোতাহারের দৃষ্টানমূলক শাস্তি দাবি করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাকার মাতব্বর সিরাজুল ইসলাম, ইউপি সদস্যআসগার আলী, ভুক্তভোগি মোফাত খাইরুল, মাহিদুর রহমান, উমর আলী, মামুনসহ অন্যরা। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মোতাহার হোসেন।