শিবগঞ্জ বাজারের উপর দোকান, দোকানের মালামাল রেস্তোরাঁর চুলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির বিষয়ে বণিক সমিতির সদস্য ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় শিবগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,ফুটপাতে অবৈধ স্থাপনা গড়ে ওঠার কারণে সৃষ্ট যানজটে পৌর নাগরিকদের দুর্ভোগ পোহাতে হয়। তাই পৌর নাগরিকরা যেন নির্বিঘ্নে রাস্তায় চলাচল করতে পারেন এবং শহরকে পরিচ্ছন্ন রাখার অংশ হিসেবেই ফুটপাতগুলোতে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজহার আলী, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি, মো হারুন অর রশিদ, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো বাতেন আলী, উপজেলা বণিক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।