রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ পারভেজ সৈকতের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান রাজশাহী মহানগর সেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ পারভেজ সৈকত।
তিনি তার নিজের ফেসবুক পোস্টে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
গত কিছুদিন ধরে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে,প্রতিহিংসার জের ধরে কিছু ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফেসবুকে,আমার নামে মিথ্যা ও বানোয়াট তথ্য আমার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের পার্সোনাল মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে। পরবর্তীতে যাদেরকে এসব পাঠানো হচ্ছে তারা সেই সব আইডিতে যোগাযোগের চেষ্টা করলে তাদের ব্লক করে দেওয়া হচ্ছে, সুতরাং যেহেতু আমার নামে সাধারণ জনগণের কাছে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে,তারই ধারাবাহিকতায় আজ ১২ই মে সোমবার সাইবার ক্রাইমে জোড়ালো অভিযোগ দাখিল করিলাম,আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা এই চক্র মহল কে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানাচ্ছি।
এবং সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে,আমার নাম ব্যবহার করে কিছু ব্যক্তি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসে গিয়ে চাঁদা দাবি করার অপচেষ্টা চালাচ্ছে।আমি স্পষ্টভাবে জানাতে চাই,এ ধরনের কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং চাঁদাবাজদের জন্য আমার কাছে কোনো প্রকার সহানুভূতির জায়গা নেই। যদি কেউ আমার নাম ব্যবহার করে এমন কাজ করে,অনুগ্রহ করে তাদেরকে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
এছাড়াও তিনি আরো বলেন,
আমি এসব অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করছি,এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে, প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন।