বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খন সোহেল বলেছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া যে অবদান রেখেছেন তা জাতি চিরদিন মনে রাখবে।
সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডে ইফতারের আগে রমনা থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন হাবিব উন নবী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশের এই সংকটের সময় বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে বড় প্রয়োজন বলে মন্তব্য করেন হাবিবুন নবী খান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমনের জন্য দলের নেতাকর্মী ও পুরো জাতি অপেক্ষার প্রহর গুনছে