ঢাকা কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাকরাইলের আইডিইবি ভবনের মাল্টিপারপাস হলের (নিচতলায়) এই আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডিইএব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি প্রকৌঃ ইবনে সাইফুজ্জামান নান্টুর সভাপতিত্বে ও ডিইএব কেন্দ্রীয় নির্বাহী কমিটির মহা সচিব প্রকৌঃ কাজী সাখাওয়াত হোসেনর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মোঃ আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
এতে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি মো: তৈয়ব আলী মুকুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌ: মো: আরিফুজ্জামান সোহেল ও অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার ও পেশাগত উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।