নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে আল মামুন নামে ২৬ বছর বয়সী সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার কাছিকাটা টোলপ্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষ্মীপুর গ্রামের ওছিম উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিল আরপি স্পেশাল বাস। ১০ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছালে বাসটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে আসা শাহ সিমেন্টের একটি ট্রাক। এতে বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই মামুন মারা যান। লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।