ভারতের বেঙ্গালুরুতে হোলি উদ্যাপনের সময় একদল মাতাল লোকের মধ্যে মারামারির জেরে তিনজন নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, একটি নির্মাণাধীন ভবনে পার্টি করার সময় এক নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য থেকেই শুরু হয় ঝগড়া। বিহার রাজ্যের একই গ্রাম থেকে আসা ছয়জন শ্রমিকের মধ্যে শুরু হয় তুমুল তর্ক। এক পর্যায়ে, তারা কাঠের লাঠি ও লোহার রড ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালায়।
প্রথম মৃতদেহটি অ্যাপার্টমেন্টের যাতায়াতের অংশ থেকে উদ্ধার করা হয়, দ্বিতীয়টি একটি কক্ষের ভেতরে এবং তৃতীয়টি অ্যাপার্টমেন্টের বাইরে পাওয়া যায়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন আনসু (২২) এবং রাধে শ্যাম (২৩)। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।