গৃহবধুর নাম পিঙ্কি কুমারী (২৬)। শ্বশুরবাড়ির সদস্যরা সকাল ৬টা নাগাদ পিঙ্কির ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তে পুলিশ সন্দেহ করছে যে, আত্মঘাতী হয়েছেন পিঙ্কি। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে না আসা পর্যন্ত এই বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয় বলেই জানাচ্ছেন তদন্তকারীরা। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কোনও সুইসাইড নোট এখনও উদ্ধার হয়নি।
জানা গিয়েছে, বিয়ের পর থেকেই স্বামী রোহিত কুমার চৌধুরীর পরিবারের সঙ্গে অশান্তি লেগেই ছিল পিঙ্কির। সূত্রের খবর, পিঙ্কি সাজগোজ করতে ভালোবাসতেন। রোহিতের পরিবার অপেক্ষাকৃত রক্ষণশীল মনোভাবাপন্ন। দোলের আগের দিনে মেহেদী পরতে চেয়েছিলেন পিঙ্কি। পুলিশ সূত্রে খবর, এই নিয়ে রোহিতের পরিবারের সঙ্গে অশান্তি বেঁধেছিল তাঁর।