ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। এদিকে অভিযুক্তদের ৪৮ঘন্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা।
আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্ট সামনে জড়ো হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মশাল মিছিল নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং স্লোগান দিতে থাকেন।এ সময় শিক্ষার্থীরা, ‘রশি লাগলে রশি নে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘তুমি কে আমি কে আসিয়া আসিয়া’, ‘আমার বোন কবরে ধর্ষক কেন বাহিরে” ‘জ্বালোরে জ্বালো আগুন জ্বালো’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘ঘড়ে ঘড়ে দূর্গগর ধর্ষকদের জবাই কর আমার বোনের কান্না আর না আর না’ এসব স্লোগান দেন। শেষে বিক্ষোভ ও সমাবেশ করেন রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা।