যুক্তরাষ্ট্রের বিচারক আমির আলী বিদেশি প্রকল্পে সহায়তা বাবদ বকেয়া ২০০ কোটি মার্কিন ডলার দিতেই হবে বলে নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসনকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রকল্পে অর্থ সাহায্য বন্ধ করে দেয়ার কারণে এই নির্দেশনা দিয়েছেন মার্কিন আদালত।
আজ (১১ মার্চ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে ডয়েচে ভেলে জানিয়েছে, ওয়াশিংটনের জেলা বিচারক আমির আলী বলেছেন, যে কাজ সম্পন্ন হয়েছে সেই কাজের অর্থ সরকারকে দিয়ে দিতে হবে। কংগ্রেস থেকে পাশ হয়ে আসা বরাদ্দ অর্থ প্রেসিডেন্টকে খরচ করতেই হবে।
গত সপ্তাহে ট্রাম্প সুপ্রিম কোর্টে বিদেশি সহায়তার খাতে বরাদ্দ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার আটকে দেয়ার জরুরি আপিল করেন। সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। সেই পরিপ্রেক্ষিতে সোমবার এই সিদ্ধান্ত শোনান যুক্তরাষ্ট্রের জেলা বিচারক। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যা কাজ হয়েছে তার টাকা মিটিয়ে দিতে হবে ট্রাম্প প্রশাসনকে।
শতাধিক বিদেশি সহায়তার চুক্তিকে বাতিল করার যে সিদ্ধান্ত ট্রাম্প নিয়েছেন, তাকে চ্যালেঞ্জ করে বেশ কিছু সংগঠন কোর্টের দ্বারস্থ হয়েছিল। আমির আলী সেই আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে ট্রাম্পের সিদ্ধান্ত বহাল থাকছে।