মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান রাজশাহীতে সেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে অপপ্রচার রাজশাহী মহানগর গনঅধিকার পরিষদের গন সংযোগ ও লিফলেট বিতরণ বাঘায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বিপ্লব গ্রেপ্তার চন্দ্রীমা থানার বাররাস্তা মোড়ে গোল চত্বর নির্মাণ কাজ শুরু রাজশাহীতে তদন্ত ওসির সাংবাদিককে প্রাণনাশের হুমকি নগরীতে সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের প্রতি মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মহান মে দিবসে আশার আলোর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন তানোরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি চেষ্টা দায়ের কোপে জখম ১০ বছরের ভাগনে ও মা সুজাউদৌলা ডিগ্রী কলেজের এডহক কমিটি গঠনে বহিরাগতদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে আধুনিকতার ছোঁয়ায় হোটেল স্টার

দ্রুত বিয়ে করার কারণ জানালেন মিম

অনলাইন ডেস্ক / ৩৯ দেখেছেন
আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫

 

মিম মানতাসা ২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ দুনিয়ায় পা রাখেন। তার প্রতিভা এবং মেধার জন্য তিনি দ্রুত দর্শকদের মন জয় করেন এবং মডেলিং ও অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

এরপর মাত্র ২৪ বছর বয়সে তিনি বিয়ে করেন এবং এই দাম্পত্য জীবনে চার বছর পার করেছেন। তার ব্যক্তিগত জীবন এবং বিয়ের পর তিনি মিডিয়ার আলোচনায় থাকলেও, মূলত তার কাজের দিকেই বেশি মনোযোগ দিয়েছেন। তিনি অভিনয়ে ফিরে এসে বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন এবং তার ভক্তদের মধ্যে তিনি বেশ জনপ্রিয়।

সম্প্রতি একটি সাক্ষাতকারে বিয়ে ও কাজ নিয়ে খোলামেলা কথা বলেন এই লাক্স তারকা। মিম জানান, তার বিয়ে পুরোপুরি বাবার ইচ্ছাতে হয়েছিল।

তিনি বলেন, ‘আমার বাবা চেয়েছিলেন আমি বিয়ে করি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তাই দ্রুত বিয়ে করেছি।’

বিয়ের পর পড়াশোনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলানো কঠিন হলেও সবসময় পরিবারের সহযোগিতা পেয়েছেন বলে জানান মিম।

স্বামীর প্রশংসা করে তিনি বলেন, ‘আসলে মানুষটা (স্বামী) অনেক ভালো। তা না হলে দীর্ঘ চার বছর একসঙ্গে থাকা কঠিন হতো। আমি মনে করি, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিই সঠিক ছিল।’

শ্বশুরবাড়ি ও নিজের পরিবার থেকে সর্বোচ্চ সহযোগিতা পান মিম। তার কথায়, ‘আমার এখন দুইটা পরিবার। সবাই আমাকে সমানভাবে সহযোগিতা করে। কাউকে কম-বেশি ক্রেডিট দেওয়ার উপায় নেই।’

মিম মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করেছেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বাজিকর’, ‘সাদাসিধে প্রেম’, ‘পিতৃছায়া’, ‘সময়ের গল্প’, ‘লায়লা দুপুর’ ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন