গত বছরের জুন মাসে প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এক বছর হতে চলেছে তাদের দাম্পত্য জীবনের। তবে বিয়ের পর প্রথম হোলিতে নায়িকার সাথে দেখা যায়নি জাহিরকে। আর তাতেই নেটিজেনদের কটাক্ষের শিকার অভিনেত্রী। ছাড় দেওয়ার পাত্রী নন তিনি, কড়া ভাষায় দিয়েছেন কটাক্ষের জবাব।
কিছু নেটিজেন এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি জাত-ধর্ম নিয়েও খোঁচা দিয়েছেন। কেউ মন্তব্য করেছেন, ‘মুসলিম বলেই কি হোলি উৎসবে নেই জাহির?’
তবে সোনাক্ষী এই ধরনের কটাক্ষের সামনে চুপ থাকেননি। বরং কড়া ভাষায় প্রতিউত্তর দিয়েছেন। তিনি মন্তব্যে লিখেছেন, ‘কমেন্ট সেকশনে একটু রিলাক্সে থাকুন। জাহির মুম্বইয়ে রয়েছে এবং আমি শুটিংয়ে ব্যস্ত। তাই ও আমার সঙ্গে নেই। এবার নিজেদের মাথায় একটু ঠান্ডা জল ঢালুন।’
সোনাক্ষী ও জাহিরের বিয়ে নিয়ে এর আগেও নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। হিন্দু পরিবারের মেয়ে সোনাক্ষী মুসলিম পরিবারে বিয়ে করার পর থেকে নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন। তবে, এসব সমালোচনা উপেক্ষা করে সুখী সংসার জীবন কাটাচ্ছেন এই তারকা জুটি।