ডেস্ক খবর: শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় দূতাবাস ভিসা কার্যক্রম সীমিত করায় ঢাকা-কলকাতা রুটে বিমানপথে যাত্রী অনেক কমেছে। এতে লোকসানে পড়তে হয়েছে বেসরকারি এয়ারলাইন্সগুলোর।
তাই লোকসান না গুনতে বাংলাদেশ-কলকাতা ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে নভোএয়ার। তবে ভিসা কার্যক্রমে গতি এলে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে বলে জানা গেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভিসা না পাওয়ায় বাংলাদেশ থেকে অধিকাংশ যাত্রী ভারতে যেতে পারছেন না। ফ্লাইটগুলোতে যাত্রী অর্ধেকেরও নিচে এখন। সেজন্য সোমবার থেকে কলকাতা রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। ভিসা কার্যক্রমে গতি এলে অর্থাৎ যাত্রী বাড়লে এই রুটে ফের ফ্লাইট চালু করা হবে।
নভোএয়ার সূত্রের খবর, ঢাকা-কলকাতা রুটে আগে প্রতিদিন একটি করে সপ্তাহে সাতটি ফ্লাইট ছিল এই প্রতিষ্ঠানের। মাসে প্রায় দুই হাজারের বেশি যাত্রী যাতায়াত করতেন। বর্তমানে এই রুটে তিনটি ফ্লাইট চলছে। তাতেও লস হচ্ছিল। যাত্রী নেই বললেই চলে। এ রুটে স্বল্পদূরত্বে ওড়ার উপযোগী এটিআর ৭২-৫০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করে নভোএয়ার, যার ধারণক্ষমতা ৭০ জন। বর্তমানে এর অর্ধেক সিট ফাঁকা যাচ্ছে।
এদিকে, একই কারণে (যাত্রী খরায়) বাংলাদেশ থেকে আরেক বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার ঢাকা-কলকাতা রুটে ১৪টি ফ্লাইটের জায়গায় ছয়টি চলছে এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এখন ৭টি ফ্লাইট চলছে, আগে তাদের এর দ্বিগুণ সংখ্যায় ফ্লাইট চলতো। একইসঙ্গে এ দুটি এয়ারলাইন্সের ঢাকা-চেন্নাই ও ঢাকা-দিল্লি ফ্লাইট সংখ্যাও কমেছে।
উল্লেখ্য, ঢাকা থেকে কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভেদে ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা।
সুত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম