শনিবার, ০৩ মে ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
শনিবার, ০৩ মে ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান মহান মে দিবসে আশার আলোর ফ্রী মেডিকেল ক্যাম্পেইন তানোরে সাংবাদিকের বাড়িতে ডাকাতি চেষ্টা দায়ের কোপে জখম ১০ বছরের ভাগনে ও মা সুজাউদৌলা ডিগ্রী কলেজের এডহক কমিটি গঠনে বহিরাগতদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে আধুনিকতার ছোঁয়ায় হোটেল স্টার আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিতি সভা রাজশাহীর তানোর পৌর এলাকায় খেলার মাঠ রক্ষায় শতাধিক গ্রামবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ নতুন কর্মসূচি ঘোষণা সাফল্যগাথা XFortune Tours & Travels ৬ বছরে যাত্রা পথে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা রাজশাহীতে ট্রাক ট্রায়ালের নামে কৌশলে প্রতারণা, থানায় অভিযোগ সাবেক কাউন্সিলর টিটোর মৃত্যুতে যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের শোক” সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি

র‍্যাব ও এনটিএমসি বিলুপ্তির প্রস্তাব

অনলাইন ডেস্ক / ৬৭ দেখেছেন
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা, বিজিবিকে সীমান্তসংক্রান্ত বিষয় ছাড়া অন্য কিছুতে যুক্ত না করা এবং ডিজিএফআইয়ের কাজ সামরিক গোয়েন্দা তৎপরতায় সীমাবদ্ধ রাখার প্রস্তাব দিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে রোডম্যাপ প্রণয়ণের দাবিতে এইচআরএফবি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের মানবাধিকার কর্মী, সংবাদমাধ্যম ও নাগরিক সমাজের উদ্বেগ এবং দাবি বিবেচনায় নিলে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের প্রতিবেদন দেওয়ার দরকার হত না।

 

ভবিষ্যতে এ ধরণের ঘটনা প্রতিরোধে আন্তর্জাতিক দলিল হিসেবে জাতিসংঘের এই প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নে সরকারের কাছে একটা সুনির্দিষ্ট সময়বদ্ধ রোডম্যাপ চেয়েছেন তিনি।

তিনি বলেন, ‘র‌্যাব বিলুপ্তির সুনির্দিষ্ট সুপারিশ এসেছে, যেটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা। বিজিবির দায়িত্ব একটা সুনির্দিষ্ট সীমারেখার মধ্যে, বর্ডার গার্ড বাহিনী। তাকে তার ম্যান্ডেটের মধ্যেই সীমাবদ্ধ রাখা।

ডিজিএফআইকে বলেছে পরিস্কারভাবে, ডিজিএফআইয়ের ম্যান্ডেট হচ্ছে এটি নিরাপত্তা সংস্থা সংক্রান্ত গোয়েন্দা প্রতিষ্ঠান। যাদের উপর মানুষের অধিকার সংক্রান্ত গোয়েন্দাগিরির দায়িত্ব বর্তায় না। শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ থাকতে হবে। আনসার ভিডিপির সামরিক কর্তৃত্ব বন্ধ করতে হবে।

আরেকটি প্রতিষ্ঠান বিলুপ্তির কথা বলা হয়েছে, সেটি হচ্ছে এনটিএমসি। এটিকে বিলুপ্ত করতে হবে। একইসাথে সংশ্লিষ্ট একটা প্রস্তাব আছে, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। বাংলাদেশকে নজরদারিভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। নজরদারির ক্ষেত্রে তারা বলছে পরিস্কারভাবে যে, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, এ ধরণের কোন নজরদারি আমাদের সরে আসতে হবে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে, সেনাবাহিনী, ডিজিএফআই, র‌্যাব, পুলিশ, আনসার ও বিজিবির যে সব সদস্যকে ২০২৪ সালের সহিংসতায় সম্পৃক্ত করা হয়েছিল, তাদের কোনো অবস্থাতেই যেন শান্তি মিশনে পাঠানো না হয়।’

জাতিসংঘের প্রতিবেদনের কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরে এইচআরএফবি সদস্য ইফতেখারুজ্জামান বলেন, ‘সব প্রতিবেদনেই সীমাবদ্ধতা থাকে। আমরা সেটা উল্লেখ করেছি। আমরা এ কারণেই উল্লেখ করেছি, যাতে বিষয়গুলো সরে না যায়। আমাদের এ ধরনের যে সংস্কার কার্যক্রম বা রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা চলছে তারমধ্যে এ বিষয়গুলো যেন আমাদের দৃষ্টির ভেতরেই থাকে সবসময় বা মনোযোগের মধ্যে থাকে সেজন্য উল্লেখ করেছি।’

সুত্রঃ কালবেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন