মাগুরায় চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ মামলাসংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা।
রবিবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, এ মামলার প্রধান আসামি হিটু শেখ ইতোমধ্যে আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে এই জবানবন্দি দেন। হিটু শেখ আদালতের সামনে দোষ স্বীকার করেছেন।
মিনা মাহমুদা বলেন, এ মামলায় এ পর্যন্ত আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। বাকি তিনজনকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। এই মামলাসংশ্লিষ্ট আলামত আমরা সংগ্রহ করে সিআইডিতে পাঠিয়েছি।
সম্প্রতি মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে তার বোনের বাড়িতে ধর্ষণ করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ মানুষ দোষীদের শাস্তি দাবিতে বিক্ষোভ করেন।