রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নকাজে ১ হাজার ৩০০ কোটি টাকার টেন্ডার বাণিজ্য করে অবৈধভাবে টাকা উপার্জন করার অভিযোগে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৬ মার্চ) দুদকের মুখপাত্র ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সরকারে মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের প্রভাব খাটিয়ে গত ১৫ বছরে রাষ্ট্রের উন্নয়নকাজে নিয়মিত কমিশন বাণিজ্য করে বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক হয়েছেন শেখ সেলিম।
জানা গেছে, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত শেখ হাসিনার প্রথম শাসনামলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। এরপর ২০০৯ সাল থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত টানা চারটি সংসদে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। শেখ মুজিবের ভাগনে হওয়ার সুবাদে মন্ত্রিত্ব না থাকলেও স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশ ছিল তার নিয়ন্ত্রণে। বিশেষ করে বৃহত্তর ফরিদপুর, খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের সব উন্নয়নকাজ ভাগবাঁটোয়ারা করতেন তিনি। বিনিময়ে মিলত ১০ থেকে ১৫ শতাংশ কমিশন।