কাচ্চির ঘ্রাণ, হালিমের মোলায়েম স্বাদ, বাহারি মিষ্টান্ন সব মিলিয়ে ভোজনরসিকদের জন্য এক নতুন ঠিকানা, যেখানে শহরের কোলাহল নয়, রাজত্ব করছে স্বাদ আর সুবাস।
মাটনের নরম মাংস, বাসমতি চাল আর ঘিয়ের মিশেলে তৈরি আইসিসিবির কাচ্চি ইতোমধ্যে বেশ জনপ্রিয়। সঙ্গে রয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি, যা ঘন মসলা ও ঝরঝরে চালের মিশেলে এক অন্যরকম স্বাদ নিয়ে হাজির।
বিশাল আকৃতির চিকেন জালি কাবাব, টার্কিশ নান ও মাটন লেগের স্বাদ ক্রেতাদের মন জয় করছে। আর এর সঙ্গে মসলাদার বোরহানি যেন ইফতারের স্বাদকে আরও বাড়িয়ে তুলেছে। গরু ও মাটনের মিশ্রণে তৈরি গাঢ়, মশলাদার হালিম ইফতারের অন্যতম আকর্ষণ। আর মিষ্টিপ্রেমীদের জন্য রয়েছে তাজা রসগোল্লা, জিলাপি।