সম্পর্কের সুতাটি ছিড়ে গেলেও, আমির খান তার প্রাক্তনদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং পারিবারিক অনুষ্ঠানগুলোও একসঙ্গে উদযাপন করেন। সম্প্রতি, আমির খানের নতুন প্রেমের সম্পর্কের খবরে তার প্রাক্তন স্ত্রী কিরণ রাও প্রকাশ্যে অভিনন্দন জানিয়েছেন।
শুক্রবার সমাজমাধ্যমে আমির এবং ছেলে আজ়াদের সঙ্গে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কিরণ। সেখানে আমিরকে ‘ঠগ্স অফ হিন্দুস্তান’, ‘দঙ্গল’-সহ তার অভিনীত একাধিক ছবির চরিত্রের লুকে দেখা যাচ্ছে।
ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে কিরণ লেখেন, ‘আমাদের জীবনের ভিভিআইপি মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার ভালবাসা, আলিঙ্গন এবং সর্বদা আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ! আমরা তোমাকে ভালবাসি।’
অনেকদিন ধরেই আমির খানের প্রেমের গুঞ্জন ভাসছিল বলিউডে। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে পরিচয়ু করিয়ে দিয়ে সম্পর্কে সীলমোহর দিয়েছেন তারকা। জানাগেছে ওই নারীর সঙ্গে আমিরের ২৫ বছরের বন্ধুত্ব। গতকাল শুক্রবার নিজের ৬০ তম জন্মদিনে প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। আমিরের জীবনের নতুন মোড় নিয়ে কোনো ক্ষোভ নেই তার প্রাক্তনের।
এমন একটি সম্পর্কের উদাহরণ সত্যিই বিরল, যেখানে সম্পর্কের সমাপ্তি হলেও, বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকে।