আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইনসহ সুমন পাহান (২৭) নামের এক বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির শারীব এগ্রো সার কারখানার সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা কালে উল্লেখিত পরিমান হেরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।।গ্রেপ্তারকৃত সুমন পাহান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর হিন্দুপাড়া এলাকার সষ্টি পাহানের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বগুড়ার উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ- বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের পূর্ব পাশে শারীব এগ্রো সার কারখানার সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে বগুড়াগামী ঢাকা মেট্রো জ- ১৪-১২৯৪ নম্বরের একটি বাস তল্লাশি করে বাসের পিছন সিটে বসে থাকা সুমন পাহানকে আটক করে তল্লাশি করে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের মধ্যে বিস্কুটের প্যাকেটের ভিতর থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।