বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সুজাউদৌলা ডিগ্রী কলেজের এডহক কমিটি গঠনে বহিরাগতদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীতে আধুনিকতার ছোঁয়ায় হোটেল স্টার আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের পরিচিতি সভা রাজশাহীর তানোর পৌর এলাকায় খেলার মাঠ রক্ষায় শতাধিক গ্রামবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ নতুন কর্মসূচি ঘোষণা সাফল্যগাথা XFortune Tours & Travels ৬ বছরে যাত্রা পথে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা রাজশাহীতে ট্রাক ট্রায়ালের নামে কৌশলে প্রতারণা, থানায় অভিযোগ সাবেক কাউন্সিলর টিটোর মৃত্যুতে যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের শোক” সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি ঘাতকের দেয়া তথ্যে অটো চালকের লাশ উদ্ধার শিবগঞ্জ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ব্যবসায়ীদের সাথে আলোচনা

ত্রাণ উপদেষ্টার সংবাদ বর্জন করলেন কুড়িগ্রামের সাংবাদিকরা

অনলাইন ডেস্ক / ৩৫ দেখেছেন
আপডেট সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম সফর করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। তবে এই সফর সম্পর্কে জেলার সাংবাদিকদের জানায়নি জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অপেক্ষা করলেও সাক্ষাৎকারের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ সাংবাদিকদের।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক নেতারা। এ ঘটনার প্রতিবাদের ত্রাণ উপদেষ্টার সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সাংবাদিকরা।

স্থানীয় সাংবাদিক নেতারা জানান, জেলা প্রশাসন ত্রাণ উপদেষ্টার কুড়িগ্রামে আসার খবর জানায়নি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে আজ বেলা সাড়ে ১২টায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। পরে নির্ধারিত সময়ে উপস্থিত হলেও জেলা প্রশাসক উপদেষ্টার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেনি।

সাংবাদিক নেতারা আরও বলেন, এমন ঘটনা সাংবাদিক ও গণমাধ্যমকে উপেক্ষার পাশাপাশি রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি অবহেলা। এর দায় জেলা প্রশাসক নুসরাত সুলতানা কোনোভাবে এড়াতে পারেন না।

কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক ও এখন টিভির জেলা প্রতিনিধি মমিনুল ইসলাম মঞ্জু বলেন, উপদেষ্টা নিশ্চয়ই আকস্মিক কিংবা গোপন সফরে আসছেন না। আগেই তার সফরসূচি তৈরি করা হয়েছিল। শুধু উপদেষ্টার সফর নয়, সরকারি কোনও উন্নয়ন কর্মসূচিতে জেলা প্রশাসন থেকে স্থানীয় সাংবাদিকদের কিছু জানানো হয় না। প্রশাসনের এ ধরনের ভূমিকা পরস্পর সহযোগী হিসেবে কাজ করার ক্ষেত্রে বড় অন্তরায়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সফর নিয়ে জেলার সাংবাদিক বা প্রেসক্লাবকে জানানো হয়নি। জেলা প্রশাসন সাংবাদিকদের পাশ কাটিয়ে চলছে।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে ফোন দিলেও তার মন্তব্য পাওয়া যায়নি।

সুত্রঃ যমুনা টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন