বলিউড শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সাত দশক ধরে কাজের স্বীকৃতিস্বরূপ প্রতিবছরই পুরস্কার দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছরে এই পুরস্কার ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রির জন্যও চালু হয়েছে আলাদা আয়োজনের মাধ্যমে।
বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’র মাধ্যমে। আগামী ১৮ মার্চ এ বছরের আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়। এই আয়োজনে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের।
কলকাতার সিনেমায় বাংলাদেশের অভিনয়শিল্পীরাও নিয়মিত কাজ করেন। সে সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা পান তারাও। গত বছর তালিকায় ছিলেন এ দেশের পাঁচ শিল্পী। এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে লড়বেন বাংলাদেশের তিন জনপ্রিয় তারকা। চঞ্চল চৌধুরী, জয়া আহসান ও মোশাররফ করিম।
সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টালিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার এবারের আসরে সেরা অভিনেতা হিসেবে সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন চঞ্চল।
ফিল্মফেয়ারের মঞ্চে প্রায় প্রতিবছর মনোনয়ন তালিকায় জয়া আহসানের নাম থাকে। গত বছরও ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। অর্ধাঙ্গিনীর জন্য পুরস্কারও ঘরে তুলেছিলেন। এ পর্যন্ত ফিল্মফেয়ারে চারবার পুরস্কৃত হয়েছেন জয়া। এবার তার সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। এবারের আসরে ‘বহুরূপী’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে।
অন্যদিকে চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম একই বিভাগ- সেরা অভিনেতা হিসেবে (সমালোচক) লড়বেন। অর্থাৎ দুজনের যে কেউ পুরস্কারটি পেতে পারেন। মোশাররফ মনোনয়ন পেয়েছেন ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য।
এ সিনেমায় হুব্বা শ্যামল নামে এক গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। এই সিনেমাটি বাংলাদেশেও মুক্তি পেয়ে প্রশংসা কুড়িয়েছিল। এখন দেখা যাক বাংলাদেশের কোনো তারকার হাতে ওঠে ভারতের এই সম্মানজনক পুরস্কারটি।