রাঙামাটির রাজস্থলীর কাইথাক পাড়া এলাকায় বাচ্চা প্রসব করতে গিয়ে একটি বুনো হাতি ও তার শাবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে হাতি ও শাবকটি মারা গেছে।
স্থানীয় বন বিভাগের উদ্যোগে মা হাতি ও শাবকটিকে ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় মাটিচাপা দেয়া হয়। এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা ফারজ আল আমিন জানিয়েছেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো বিদ্যুতের ফাঁদও সেখানে নেই।
স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহীন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইথাক পাড়া এলাকায় এক দল বন্য হাতি আসে। এর মধ্যেই বনে শাবকসহ মা হাতির মরদেহ পরে থাকতে দেখা গেল।
রাজস্থলী উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, ‘মা হাতিটি বাচ্চা প্রসব করতে গিয়ে অসুস্থ হয়। পরে শাবকসহ মারা যায়। মা হাতির বয়স ২০ বছরের বেশি হতে পারে। মৃত হাতিটির ওজন তিন টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে হাতিটি মারা গেছে।’