বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান রাজশাহীর তানোর পৌর এলাকায় খেলার মাঠ রক্ষায় শতাধিক গ্রামবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ নতুন কর্মসূচি ঘোষণা সাফল্যগাথা XFortune Tours & Travels ৬ বছরে যাত্রা পথে শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা রাজশাহীতে ট্রাক ট্রায়ালের নামে কৌশলে প্রতারণা, থানায় অভিযোগ সাবেক কাউন্সিলর টিটোর মৃত্যুতে যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের শোক” সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি ঘাতকের দেয়া তথ্যে অটো চালকের লাশ উদ্ধার শিবগঞ্জ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ব্যবসায়ীদের সাথে আলোচনা রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানববন্ধন, ইজরাইলের বিরুদ্ধে। রাজশাহীতে আট তলা ছাঁদ থেকে পড়ে এক নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী বন্ধুকে নিজেদের ব্যাংক হিসাব নম্বরসহ চেকবই দিয়ে ফেঁসে গেছে ৮যুবক

প্রথমবার একসঙ্গে শ্যামল-সাবিলা নূর

অনলাইন ডেস্ক / ৪৫ দেখেছেন
আপডেট সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

টিভি নাটক, সিনেমায় এবং ওটিটি প্ল্যাটফর্মে একজন অনবদ্য অভিনেতা শ্যামল মাওলা। একটা সময় টিভি নাটকেই তার ব্যস্ততা ছিল বেশি। প্রশংসা কুড়িয়েছেন সিনেমায় অভিনয় করেও। এখন ওটিটি প্ল্যাটফর্মেই কাজ বেশি তার। অন্যদিকে অভিনেত্রী সাবিলা নূরের নাটকে ব্যস্ততা একটু বেশি। হয়ে উঠেছেন এ প্রজন্মের একজন শীর্ষ অভিনেত্রী। আছে ওটিটিতে কাজের অভিজ্ঞতাও। গত বছরের শেষপ্রান্তে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। এবার ছোট পর্দার বড় এই দুই তারকা প্রথমবার একসঙ্গে একটি নাটকে জুটি বাঁধছেন।

 

 

নাটকের নাম ‘মাকড়শা’। আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা পিয়াল শ্যামল মাওলা ও সাবিলা নূরের অভিনয়ে ভীষণ খুশি। তাদের নিয়ে কাজ করেও তিনি ভীষণ উচ্ছ্বসিত।

নাটকটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়শার গল্প এবং আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

 

 

পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনেই এককথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়শা নাটকটি নিয়ে। কারণ আমার বিশ্বাস গল্পটা যেমন একেবারেই অন্যরকম, সেইসঙ্গে তারা দুজন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবেন।’

এরই মধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’। এটি নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদী। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, যা আইস্ক্রিনে দেখা যাচ্ছে। এ ছাড়া বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে এই অভিনেতার নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম শহরের পাথর’। এটি নির্মাণ করেছেন রুমান রুনি।

 

 

এদিকে এবারের বইমেলায় সাবিলা নূরের লেখা প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ভালোবাসা অতঃপর’। বইটিতে দশ রকমের দশটি গল্প আছে বলে জানান সাবিলা। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন