নেত্রকোনার খালিয়াজুরীতে শখের বশে মাছ ধরতে গিয়ে স্থানীয় ব্যক্তিদের হামলায় ধনু নদে নিখোঁজের দুই দিন পর তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের পাশে থাকা লোকজনের মধ্যেও শোকের ছায়া নেমে আসে।
সোমবার (১০ মার্চ) বিকেলে নদের নাউটানা ও পেটনা এলাকা থেকে লাশ তিনটি উদ্ধারের পর এ দৃশ্য দেখা যায়।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহিদ মিয়া (৪৯), মদন উপজেলার বাগজান গ্রামের আবদুল রুকন মিয়া (৪৮) ও কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী গ্রামের হৃদয় মিয়া (৩২)।
স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাছ শিকারিরা সংঘবদ্ধ হয়ে খালিয়াজুরীর বিভিন্ন জলমহালে পলো দিয়ে মাছ শিকার করছিলেন। গত শনিবার সকালে সহস্রাধিক মাছ শিকারি পলো ও লাঠিসোঁটা নিয়ে একটি জলমহালের মাছ শিকার করতে যান। তারা ধনু নদের রসুলপুর ঘাটে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ রেখে নদ পার হতে ফেরি নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের বাধা দেন। এর জেরে শিকারিদের সঙ্গে রসুলপুর ও জগন্নাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের শতাধিক লোক আহত হন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছ শিকারি প্রাণ বাঁচাতে ধনু নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন নিখোঁজ হন। গতকাল বেলা ৩টার দিকে নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে মদনের গোবিন্দপুর গ্রামের ইয়াসিন মিয়া (২১) নামের এক তরুণের সন্ধান এখনো পাওয়া যায়নি।