বরগুনায় বিলুপ্তপ্রায় একটি মদনটাক পাখি গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে সেটি জবাই করে মাংস ভাগাভাগি করে উল্লাস করেছে এলাকাবাসী।
সোমবার (১০ মার্চ) সদরের বদরখালী ইউনিয়নে তেতুলবাড়িয়া হাই স্কুল সড়ক কানার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয়রা পাখিটি উদ্ধার করে জবাই করার জন্য এলাকার ইউপি সদস্য সাইফুল ইসলাম, আব্বাস মিয়া ও মনির খলিফা নেতৃত্ব দেন। মাংস ভাগ করে নেওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের কর্মকর্তারা।
বন ও পরিবেশ কর্মী আরিফ রহমান বলেন, কেবল একটি পাখি নয়, আরও অনেক পাখি এখানে বাস করে। পাখি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রমাণ করে যে পেশাদার শিকারিরা এখনও তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মদনটাক পাখিটি গুলিবিদ্ধ অবস্থায় তেতুলবাড়িয়া নদীর পাড়ে আশ্রয় নিতে আসে। কিন্তু এর আগেই স্থানীয়রা পাখিটিকে জবাই করে মাংস ভাগ করে নেয়। আমরা সচেতনতা সৃষ্টির জন্য বারবার চেষ্টা করেছি। কিন্তু এই ধরনের ঘটনাগুলি প্রতিরোধ করা যাচ্ছেনা। দুদিন আগেই বন্যপ্রাণী দিবস পালিত হয়েছিল। অথচ এখনই এমন অবস্থা!
এদিকে ঘটনার পর ইউপি সদস্য সাইফুল ইসলাম এবং অন্যান্য ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন। তাদের ফোন নাম্বারে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
বরগুনা সদরের বিট অফিসার জালাল আহমেদ খান বলেন, সড়ক ভাঙা থাকায় আমাদের পৌঁছাতে কিছু সময় লেগেছে। তবে আমরা এখন তথ্য সংগ্রহ করছি এবং আলামত জব্দের চেষ্টা করছি। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।