পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ।
রোববার (৯ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বরগুনার আমতলী উপজেলার সেকান্দাখালী গ্রামের নসা হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার (২২) এবং কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের হিরন মোল্লার ছেলে মাহফুজ মোল্লা (২১)।
পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি গভীর রাতে কাফির পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন পরিকল্পিতভাবে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাগ্যক্রমে, পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় প্রাণে বেঁচে যান।
ঘটনার পর নুরুজ্জামান কাফি থানায় একটি মামলা দায়ের করেন। তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের একটি দল বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেপ্তার করে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, গ্রেপ্তাররা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য। নুরুজ্জামান কাফির ভিডিও কনটেন্ট দেখে তারা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। তবে, তদন্ত এখনো চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।