সারাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার (৯ মার্চ) সকাল ১০টায় ক্লাস বর্জন করে সড়কে অবস্থান নিয়ে এ সমাবেশ করেন তারা।
শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হয়ে কিছুক্ষণের জন্য অবস্থান নেন, এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে আসেন। তারা একত্রিত হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন এবং অনেকেই চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
তারা বলেন, মাগুরাসহ বিভিন্ন এলাকায় নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়নের ঘটনা ঘটছে, যা একেবারে অগ্রহণযোগ্য। শিক্ষার্থীরা সরকারকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, নারীদের নিরাপত্তা না দিতে পারলে এই সরকারের প্রয়োজন নেই।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হাসান বলেন, ‘একটি নিষ্পাপ শিশু এমন নির্মমতার শিকার হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা চাই, ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইবুনাল গঠন করা হোক। প্রশাসন নিশ্চুপ থাকলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফারজানা তাসনিম বলেন, ‘শুধু নারী নয়, এবার তো একটি শিশু এমন ভয়াবহ ঘটনার শিকার হয়েছে। আমরা চাই, এই ঘটনার এমন দৃষ্টান্তমূলক বিচার হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নির্মমতার শিকার হতে না হয়।