নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফের বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ।
আগে বেশিরভাগ রোগীই ছিল রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলার। তবে গত কয়েকদিনে ডেঙ্গু আক্রান্ত রোগীদের একটি বড় অংশই রাজশাহীর।। ফলে নতুন করে ডেঙ্গু নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে রাজশাহীতেও।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সর্বশেষ গত এক সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৯ জন রোগী। এরমধ্যে সাতজনের ঢাকা ভ্রমণের রেকর্ড পাওয়া গিয়েছে।
এদিকে, ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালের একটি বিশেষায়িত টিম এখন কাজ করছে। মজুদ রাখা হয়েছে ওষুধপত্রও।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন , দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে যা ডেঙ্গুর প্রথাগত উপসর্গ নয়। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু হয়েছে সেটি বুঝতে না পারার কারণে হাসপাতালে যেতে দেরি করছেন রোগীরা। ফলে শেষ মুহূর্তে হাসপাতালে আসলেও অনেকেই মারা গিয়েছে। তাই বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুখপাত্র ডা: শংকর কে বিশ্বাস জানান এ সময় সতর্কতার বিকল্প নেই। বিশেষ করে শিশু ও বয়স্কদের বিষয়ে যত্নবান হতে হবে। আর ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসের পরামর্শ নিতে হবে। অন্যথায় বড় জটিলতা দেখা দিতে পারে। এছাড়াও যে সমস্ত রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে , তাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের এই চিকিৎসক।