বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি ঘাতকের দেয়া তথ্যে অটো চালকের লাশ উদ্ধার শিবগঞ্জ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ব্যবসায়ীদের সাথে আলোচনা রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানববন্ধন, ইজরাইলের বিরুদ্ধে। রাজশাহীতে আট তলা ছাঁদ থেকে পড়ে এক নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী বন্ধুকে নিজেদের ব্যাংক হিসাব নম্বরসহ চেকবই দিয়ে ফেঁসে গেছে ৮যুবক অতিরিক্ত ভাড়া রুখতে বাস কাউন্টারগুলোতে বিআরটিএ সতর্কবার্তা চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘রাজশাহীতে ঈদে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই’ শিবগঞ্জে “সেবা সংস্কৃতিতে আমরা” এর উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ।

পদ ও ক্ষমতা পেলে ঠিক থাকে না কেউ: সোহিনী

রিপোর্টার নাম / ১৯০ দেখেছেন
আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

পার্শ্ববর্তী দেশ ভারতে আর জি কর হাসপাতালে একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল গোটা ভারত। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষও প্রতিবাদ জানিয়েছেন এ ঘটনায়।

এমনকি সংগীত ও শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও এক হয়েছেন প্রতিবাদ মিছিলে। তাদেরই একজন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার।

সামাজিকমাধ্যমে এক পোস্টে প্রতিবাদ জানান এ টলি তারকা। তাতে আগামী সেপ্টেম্বরের ‘মহামিছিল’র ১১ দফা দাবির কথাও জানান। ‘আমরা তিলোত্তমা, আমাদের দাবি’ শীর্ষক কয়েকটি ছবিও শেয়ার করেছেন। একইসঙ্গে শিল্পীদের রাজনৈতিক পদে থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন সোহিনী সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এ অভিনেত্রী নেটিজেনদের প্রশ্নের সূত্র ধরে বলেন, আমার মতে কোনো শিল্পী যেকোনো রাজনৈতিক আদর্শ বিশ্বাস করতেই পারেন। তবে কখনো কোনো পদে যেতে পারবেন না। এই ২০২৪ সালে এসেও কোনো শিল্পীর কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকা উচিত নয়। কেননা, পদ ও ক্ষমতা পেলে ঠিক থাকেন না কেউ। কারণ, আমি একা পদে নেই।

সোহিনী বলেন, আমার উপরে থাকা ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হলে আমাকে তার মতো করেই কাজ করতে হবে। চেয়ারে এমন ক্ষমতা রয়েছে যে, মানুষকে আর তা মানুষ থাকতে দেয় না। যদিও কোনো শিল্পীর রাজনৈতিক চেতনা থাকতেই পারে। তবে আমি ব্যক্তিগতভাবে কোনো শিল্পীর পদে থাকাকে একদমই বিশ্বাস করি না। আবার কেউ গেলে এরও বিরোধিতা করি।

এদিকে তারকাদের রাজনীতিতে যুক্ত হওয়া নতুন কিছু নয়। তাদের পদে থাকার ব্যাপারে সবারই জানা। কেননা, পশ্চিমবঙ্গে বিজেপি কিংবা তৃণমূল, প্রতিটি রাজনৈতিক দলেই অনেক শিল্পীদের পদে থাকার অনেক উদাহরণ রয়েছে।

প্রসঙ্গত, গেল ১৩ আগস্ট থেকে কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর-কাণ্ড তদন্ত করছে সিবিআই। এ ঘটনা সংক্রান্ত তথ্যের জন্য এখনো একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকজনের পলিগ্রাফ পরীক্ষা হয়েছে। কিন্তু তদন্ত হওয়ার পর কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডে কবে এর রহস্য উন্মোচন হবে? কবে তার মা-বাবা এর ন্যায় বিচার পাবেন?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন