রাজশাহীর বাঘায় অবৈধ ভাবে গড়ে উঠা রাজীব লাচ্চা-সেমাই ফ্যাক্টরিতে অভিমান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । এ অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার আড়ানী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত সুত্রে জানা যায়, উপজেলার আড়ানী এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আক্তার রাজীব লাচ্চা-সেমাই নামক একটি অবৈধ ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অপর এক ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভুমি)সাবিহা সুলতানা ডলি ও বিএসটিআই এর কয়েকজন কর্মকর্তা।
সাবিহা সুলতানা ডলি জানান, রাজশাহী বিএসটিআই এর প্রতিনিধিদের উপস্থিতিতে বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকায় রাজীব সেমাই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয় এবং এক ব্যক্তিকে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা-সেমাই তৈরির অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ১৫ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।