বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সংবাদ প্রকাশের জেরে মিথ্যা মামলা, প্রতিবাদে মানববন্ধন, দূর্নীতিবাজদের প্রত্যাহারের দাবি ঘাতকের দেয়া তথ্যে অটো চালকের লাশ উদ্ধার শিবগঞ্জ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে ব্যবসায়ীদের সাথে আলোচনা রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির মানববন্ধন, ইজরাইলের বিরুদ্ধে। রাজশাহীতে আট তলা ছাঁদ থেকে পড়ে এক নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে প্রবাসী বন্ধুকে নিজেদের ব্যাংক হিসাব নম্বরসহ চেকবই দিয়ে ফেঁসে গেছে ৮যুবক অতিরিক্ত ভাড়া রুখতে বাস কাউন্টারগুলোতে বিআরটিএ সতর্কবার্তা চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘রাজশাহীতে ঈদে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই’ শিবগঞ্জে “সেবা সংস্কৃতিতে আমরা” এর উদ্যোগে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ।

নওগাঁয় পালানোর সময় ট্রাক উল্টে ডাকাত নিহত

অনলাইন ডেস্ক / ২১ দেখেছেন
আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নওগাঁয় ডাকাতির চেষ্টার সময় পুলিশের ধাওয়ার মুখে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছে।  এসময় আরও দুই ডাকাত আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৪টার শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনায় আরও দুই ডাকাত আহত হয়েছে বলে মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা জানিয়েছেন।

আহত ডাকাতদের পুলিশ আটক করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে।  নিহত ডাকাতের নাম পরিচয় এখনও কেউ জানাতে পারেননি।  আর আহত দুই ডাকাত হলেন মাছুম (৩২) ও রুবেল (৩১)।  তাদের পরিচয় ‍ও পুলিশি পাহারায় চিকিৎসাধীন আছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফফার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা কালে বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী বেরিয়ে এলে ডাকাতরা ট্রাক নিয়ে পালিয়ে যায়।  তাদের পালিয়ে যাওয়ার খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ এবং নওগাঁ সদর থানা পুলিশ ডাকাতদের ধাওয়া করে।  এবং নওহাটার মোড়, আব্দুল জলিল পার্কসহ ৬টি স্থানে বেরিকেট দেয়।  কিন্তু ডাকাতরা ওই ছয়টি স্থানের বেরিকেট ভেঙে পালিয়ে যাবার সময় নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় তাদের ট্রাক উল্টে যায়।  এতে ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হন।  আহত তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পাওয়া মাত্রই মহাদেবপুর ও সদর থানার পুলিশ যৌথ অভিযানে নামে।  অভিযানে উর্দ্ধতন স্যারসহ আমি উপস্থিত ছিলাম।  একসময় তাদেরকে শহরের শিবপুর এলাকায় গিয়ে পাওয়া যায়।  হতাহতদের নাম পরিচয় এখনও পুরোপুরি জানা যায়নি।  তবে তারা কৌশল হিসেবে একে অপরকে চিনিনা বলছিল।

তিনি বলেন, আহত আটককৃত ২ ডাকাতকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।  আর নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।   পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।

ডাকাতির ঘটনাস্থল মহাদেবপুর হওয়ায় সেই থানাতেই মামলা হবে বলে নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ওসি শাহীন রেজা।  তিনি মুঠোফোনে তিনি বলেন, যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়েছিল।  ডাকাতদের ওই ট্রাক থেকে একটি গরু ও দুটি ছাগল উদ্ধার করা হয়েছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও দেখুন