রাজশাহীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর শিরোইল কলোনী এলাকায় রাজশাহী মহানগরীর অন্তর্গত চন্দ্রিমা থানা বিএনপির আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চন্দ্রিমা থানা বিএনপি আহবায়ক ফাহিজুর হক ফাহির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এড. এরশাদ আলী ঈশা।
চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপ¯ি’ত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ।
এসময় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক বজলুর রহমান মন্টু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনসহ নগর বিএনপি ও চন্দ্রিমা থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপ¯ি’ত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার প্রকৃত দোসররা আমাদের ক্ষতিসাধন, বিএনপির উন্নয়নের অগ্রযাত্রার পদে পদে বাধা সৃষ্ট করেছে। সেই দোসররা যেন আমাদের আর কোন ক্ষতি না করতে পারে, তাই আমাদের একতা দরকার। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে একটি সুন্দর দেশ গড়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এদেশের মানুষ স্বৈরাচার শেখ হাসিনা ও এরশাদকে বিতাড়িত করেছে। শেখ হাসিনার পতনের পরও দেশে গণতন্ত্র ফিরে আসেনি। যারা দায়িত্বে আছেন, তাদেরকে দ্রুত নির্বাচনের ব্যব¯’া করার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া শেষে দলীয় নেতা-কর্মীসহ সকলস্তরের সাধারণ মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়।