মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—পারনান্দুয়ালী এলাকার আব্দুল মজিদের ছেলে মারুফ হোসেন (৩৫), সালাম হোসেনের ছেলে লিখন হোসেন (২৮) এবং আতিয়ার রহমানের ছেলে আশিকুর রহমান (৩০)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, অভিযানে দুটি ওয়ান শ্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, একটি এয়ার গান ও ৬০টি এয়ার গান বুলেট, পুলিশের লুট হওয়া একটি টিয়ারশেল, আটটি হাতবোমা, দুটি চাইনিজ চাপাতি, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র, পাঁচটি মোবাইল এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
মেজর সাফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক তিনজনকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি জানান, সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।